লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:২১ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫২

লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে হাফসা আক্তার (৮) ও সোহাগ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামে হাফসা ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামে সোহাগ পানিতে ডুবে মারা যায়।

নিহত হাফসা হামছাদী গ্রামের হোসেন আহম্মেদের মেয়ে ও সোহাগ আঁধার মানিক গ্রামের মো. সুমনের ছেলে।

জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে পৃথক স্থানে শিশু সোহাগ ও হাফসার মৃত্যু হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর সালাম সৌরভ বলেন, দুই শিশুকেই আমরা মৃত পেয়েছি। পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত