শ্রীনগরে জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ২১:৪৬ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩২
১৭ অক্টোবর ২০২২ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা করলেন শ্রীনগর উপজেলা প্রশাসন। শনিবার বিকেল ৩ টায় উপজেলা মিলনায়তনে ইউ এন, ও মোঃ হোসেন পাটোয়ারীর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , মুন্সীগন্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই, সি, টি মোঃ কামরুল ইসলাম, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন , এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু , মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার ভূমি মোঃ আবুবকর সিদ্দিক, আর বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফোরকান আহাম্মেদ।
তিনি ইভিএম পদ্ধতিতেভোট প্রদানের বিষয়টি উপস্থিত ভোটারদের সামনে তুলে ধরেন এবং নির্বাচনী আচরণ বিধি ও আইন কানুনের ব্যাক্ষা দেন। বক্তব্য রাখেন থানার ও সি, মোঃ আমিনুল ইসলাম ভাগ্যকুলর্্যাব ক্যাম্পের ইন্সপেক্টর নিজাম উদ্দিন আহমেদ , আনসার কমান্ডার উপস্থিত প্রার্থী ও ভোটারদের উদ্দেশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট চলাকালীন সময়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহব্বান জানান। তিনি আর বলেন, করিডোরের ভিতরে কেউ মোবাইল ফোন ব্যাবহার করতে পারবে না।
ভোট দেয়া হলে কেউ ৪০০ গজের ভিতরে অবস্থান করতে পারবে না । এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও প্রার্থীগন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত