শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেয়া এজাহারভুক্ত আসামী তরিকুল ইসলাম গ্রেফতার
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৬:০৫
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেয়া এজাহারভুক্ত আসামী উপজেলা যুবদল নেতা তরিকুল ইসলাম(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ৯ টার দিকে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কাইয়ুম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসআই গোলাম মোস্তফা,এসআই আঃ রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দেউলভোগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তরিকুল ইসলাম উপজেলার দেউলভোগ দয়হাটা এলাকার আঃ মান্নান বেপারীর ছেলে ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কাইয়ুম উদ্দিন চৌধুরী আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা থানার কক্ষ ভাংচুর করে এবং ওসি তদন্তসহ ১০জন পুলিশকে মারধর করে তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যায়। আজ শনিবার দুপুরে এ ঘটনায় মামলা হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকাল সকালে তাকে কোর্টে প্রেরন করা হবে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত