শ্রীনগরে কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরণ
প্রকাশ: ৮ মার্চ ২০২২, ১৯:৩০ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৪:২০
মুন্সীগঞ্জ শ্রীনগরে "অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন"প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ১৩টি ইউনিয়নে ১৩টি কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা করেন।
মঙ্গলবার (৮ মার্চ) বিকাল ৩টার সময় "কৃষক বাঁচলে বাঁচবে দেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সদর ইউনিয়নের কৃষি অধিদপ্তরের সহযোগিতায় ফুটপাম্প,স্প্রে মেশিন,বাডিং নাইফ, সিকেচার এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার শান্তনা রাণী মন্ডল এর সার্বিক আয়োজনে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খুরশিদ আলম,জেলা প্রশিক্ষণ অফিসার এ বি এম ওয়াহিদুর রহমান সহ উপজেলা কৃষি অধিদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা বৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত