শ্রীনগরে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘর পরিদর্শন

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি:

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৮ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৫০

শ্রীনগর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন তৃতীয় পর্যায়ের ঘর নির্মাণ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও এপিএমবি) জহিরুল ইসলাম। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলায় নির্মাণাধীন গৃহের গুনগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

শ্রীনগর উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন তৃতীয় পর্যায়ে ৭ টি গৃহ নির্মাণের বিপরীতে ১৭ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ হয়। ৭ টি গৃহের মধ্যে শ্রীনগর ইউনিয়নের হরপাড়া গ্রামে ২ টি, রাড়িখাল ইউনিয়নের উওর বালাশুর গ্রামে ৪ টি এবং তন্তর ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে ১ টি গৃহ নির্মাণ কাজ শুরু হয়। ইতি মধ্যে পঞ্চাশ ভাগ কাজ শেষ হয়েছে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তাজুল ইসলাম এবং রাড়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী সহ আরো অনেকে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত