শ্মশান থেকে করোনায় মৃতদের জামা-কাপড় চুরি করে বিক্রি, আটক ৭

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২১, ০৯:৩৪ |  আপডেট  : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪১

করোনাকালেও বিরাম নেই চুরিতে! শ্মশান ও কবরস্থান থেকে মৃতদেহের পোশাক চুরির অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ল একটি চক্র।

রবিবার ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম উত্তরপ্রদেশের বাগপতের এলাকায়। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা মৃতদেহের পরনের জামা-কাপড় ও অন্যান্য জিনিস চুরি করত। 

সার্কেল অফিসার অলোক সিং জানিয়েছেন, মৃতদেহের বিছানার চাদর, শাড়ি, জামা চুরি করত অভিযুক্তরা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫২০টি বিছানার চাদর, ১২৭টি কুর্তা, ৫২টি শাড়ি এবং একাধিক জামা। সেগুলো ধুয়ে ও ইস্ত্রি করে গ্বয়ালিয়রের একটি কোম্পানির লেবেল সেঁটে বিক্রি করত তারা। এলাকার কাপড় ব্যবসায়ীদের সঙ্গেও অভিযুক্তদের যোগ ছিল।

পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ৩ জন একই পরিবারের। গত ১০ বছর ধরে চুরির চক্র চালাচ্ছে তারা। চুরির ধারা ছাড়াও তাদের বিরুদ্ধে মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হবে। এদিন সকালে লকডাউন বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করেছে উত্তরপ্রদেশ সরকার। সূত্র: জিনিউজ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত