শেখ হাসিনার সঙ্গে প্রণব মুখার্জির পরিবারের সদস্যদের সাক্ষাৎ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২২, ২২:২৮ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবারের সদস্যরা। আজ নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।  

প্রধানমন্ত্রীর বহরে থাকা এক কর্মকর্তা জানান, শেখ হাসিনার সঙ্গে পারিবারিক বন্ধনে আবদ্ধ প্রণব মুখার্জির পরিবার। প্রণব মুখার্জি ও তার স্ত্রী শুভ্রা মুখার্জি সম্প্রতি প্রয়াত হয়েছেন, কিন্তু পরিবারের সঙ্গে শেখ হাসিনা সম্পর্ক এখনো অটুট রয়েছে। সেই ধারাবাহিকতায় আজ ভারত সফরে থাকা শেখ হাসিনার সঙ্গে দেখা করে গেলেন তারা। 

পরিবারের পক্ষ থেকে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি ও মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি প্রধানমন্ত্রীর সঙ্গে সময় কাটিয়ে যান।সাক্ষাতের পর শর্মিষ্ঠা মুখার্জী এক টুইট বার্তায় বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এলাম। দুই পরিবারের বন্ধন দীর্ঘদিনের। শেখ হাসিনা বলতেন আমার বাবা তার পরিবারের অভিভাবক ছিলেন। এখন বাবার অনুপস্থিতিতে তিনি আমাদের কাছে তাই। সৃষ্টিকর্তা তাকে দীর্ঘ সুস্থ জীবন দান করুক।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত