রংপুরের কাউনিয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩২ | আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৯

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ন ভাবে পালনের লক্ষ্যে কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা উপজেলা অডিটোরিয়ামে মঙ্গলবার নির্বাহী কর্মকর্তা মহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামী আমীর আঃ ছালাম সরকার, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম, কাউনিয়া থানার এসআই ব্রজ গোপাল কর্মকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্রনাথ বর্মন, সাধারণ সম্পাদক কমল কুমার প্রমূখ। উপজেলার ৭২টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। প্রতিটি মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনী মোতায়েনের ব্যবস্থা নেওয়া, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর থাকবে। সভায় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত