পদ্মা সেতুর পাড়ে সায়েন্স সিটিসহ নতুন নভোথিয়েটারের জায়গা নির্ধারনে

শিবচরে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম (ভিডিও)

  শফিক স্বপন মাদারীপুর :

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১৯:১৯ |  আপডেট  : ১৬ মে ২০২৪, ০১:৪২

সায়েন্স সিটিসহ  নতুন নভোথিয়েটারের জায়গা নির্ধারনে শনিবার মাদারীপুরের শিবচরের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন দেশের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম । চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে নভোথিয়েটারের মহাপরিচালক, মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, বুয়েট,  ঢাকা বিশ্ব বিদ্যালয়সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

প্রতিনিধি দলটি  পদ্মা সেতু সংলগ্ন জেলার শিবচরের ভৌগলিক গুরুত্ব তুলে ধরে এ এলাকায় সাইন্স সিটি স্থাপনের উপর গুরুত্বারোপ করেন। প্রতিনিধি দলটি শনিবার সকাল থেকে  ঢাকা-খুলনা এ·প্রেস হাইওয়ে সংলগ্ন মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীরচরসহ বিভিন্ন এলাকায় সাইন্স সিটি নির্মানের লক্ষে জায়গা পরিদর্শন করেন। 

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক ড. মো: আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মেজবাহ উদ্দিন,  ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক  বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, বুয়েটের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনি· বিভাগের অধ্যাপক এসএম মাহবুব, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুস সাত্তার, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. সমীরন মিস্ত্রী, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি ড. আবু আশরাফ দেওয়ান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের পরিচালক (চ.দা) ড. নায়মা ইয়াসমীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের উপপরিচালক ড. শফিকুল ইসলাম সরকার, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: লতিফ মোল্লা, শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম,শিবচর পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খান, সাধারন সম্পাদক শংকর ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন। 

এদিন চীফ হুইপ ঢাকা-খুলনা এ·প্রেস হাইওয়ে সংলগ এলাকায় বঙ্গবন্ধু নভোথিয়েটার এর সম্ভাব্য জায়গা পরিদর্শনসহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন। পরে দ্বিতীয়খন্ড ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম তালুকদার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরন অনুষ্ঠানে যোগদান করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত