শিবগঞ্জে বজ্রপাতে ৬ জুয়ারু আহত  

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২২, ১৯:৪৯ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ২২:৫৭

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গড়ে  বজ্রপাতে ৬ জুয়ারু আহত, এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে  হাসপাতালে প্রেরণ করেছে। ঐতিহাসিক মহাস্থান গড় উত্তর পাড়ার মোবারকের চাপর নামক বাগানে রবিবার বিকাল ৪ টায় ঘটনাটি ঘটে। 

সরেজমিনে জানা গেছে, ঐতিহাসিক মহাস্থান গড় উত্তর পাড়ার মোবারকের চাপর নামক বাগানে এলাকার কিছু যুবক  রবিবার  সকাল থেকে জুয়া খেলা শুরু করে। হঠাৎ করে বিকালে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। কিন্তু জুয়ারীরা খেলায় মগ্ন থাকায় অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে ৬ জুয়ারী আহত হয়। 

আহতরা হলেন  জালুর পুত্র জুয়েল, শফিকুলের পুত্র সুমন,  আইয়ুবের পুত্র মোমিন,  কিয়ামতের পুত্র এলিম, আলাউদ্দিনের পুত্র রব্বানী, মৃত আবুলের পুত্র মন্টু। 

এদের মধ্যে শফিকুলের (মজিদার) পুত্র সুমন, কিয়ামতের পুত্র এলিম ও আলাউদ্দিনের (ছ' মিল মিস্ত্রী) পুত্র রব্বানীকে  আশংকা জনক  অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।  

এব্যাপারে রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, জুয়া খেলার সময় বজ্রপাতে ৬ যুবক আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে বগুড়া শজিমেকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে শুনেছি। 
   
এলাকার সচেতন মহল স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জুয়ারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান। উল্লখ্য যে, এলাকার কিছু যুবক  মহাস্থান গড় এলাকায় মাঝে মধ্যেই জুয়া খেলেতো বলে জানা যায়

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত