শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের  প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৭ মে ২০২২, ১৯:১৭ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১২:২৪

বগুড়ার শিবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনুর্ধ্ব-১৭) ২০২২ এর খেলা উপজেলা পর্যায়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজাহার আলীর সভাপতিত্বে  উক্ত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র ও  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, উপজেলা ক্রীড়া সাধারণ সম্পাদক আজিজুল হক,  উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.তারক নাথ কুন্ডু, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, শিক্ষা কর্মকর্তা এস.এম সারোয়ার জাহান, উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক হাবিবুল আলম মাস্টার,  উপজেলা সহকারী প্রোগ্রামার মাহফুজার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কে.এম রাফিউল ইসলাম, উপজেলা তথ্য আপা রোমানা, শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদযালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম  প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত