শিবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৯:১৭ |  আপডেট  : ৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯

রশিদুর রহমান রান শিবগঞ্জ  (বগুড়া) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বুধবার  সকাল ১০ টায় বগুড়ার শিবগঞ্জ  উপজেলা পরিষদের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন শিবগঞ্জ  উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,  সহ বিভিন্ন দপ্তর। 

জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ  উপজেলা পরিষদের চেয়ারম্যান  ফিরোজ আহমেদ রিজু,  উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ  থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা,  উপজেলা ভাইচ চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইচ চেয়ারম্যান ফাইমা আক্তার  সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এছাড়াও ছাত্র/ছাত্রীদের চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফেরাত কামনা করে বাদ জোহর মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে বেলা ১১ টায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জন্মশতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন,জেলা পরিষদের সদস্য আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ - সভাপতি আব্দুল লতিফ,  সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আব্দুল মান্নান সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।  দুপুর  ১২ টায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধু স্কয়ারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ-সোনাতলা সার্কেল এএসপি আরিফুর ইসলাম সিদ্দিকী ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস মন্ডল  প্রমূখ। 

দুপুর ১২ টা ৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী ফাহিমা আক্তার  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্কয়ারে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত