শিবগঞ্জে খাল খননের ফলে বিস্তৃর্ণ ফসলী জমি জলাবদ্ধতা থেকে রক্ষা পেলো

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১৬:২০ |  আপডেট  : ১৯ মে ২০২৪, ১০:৪৪

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘুগারবিল সংলগ্ন কিচক ইউনিয়নের মাটিয়ান বিস্তৃর্ণ এলাকার প্রায় সাড়ে ৬‘শ একর তিন ফসল উৎপন্ন জমি অতি বৃষ্টি আর পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা দেখা দিয়েছে। চলতি বর্ষা মৌসুমে ওই জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য এলাকার শত শত কৃষক-কৃষাণীর দাবীর প্রেক্ষিতে স্থানীয় কিচক ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরি উদ্যোগ গ্রহন করেন সরকারি খাস প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সুরু (কেনেল) খালটি খনন করতে। তিনি গত দু‘দিন যাবৎ শতাধিক শ্রমিক দ্বারা সুরু ওই (কেনেল) খালটি খনন কাজ শুরু করছেন।

সোমবার দুপুরে সরেজমিনে মাটিয়ান বিস্তৃর্ণ এলাকার ওই খালের পাড়ে গেলে কৃষকরা তাদের দুঃখ দুর্দাশার কথা সাংবাদিকদের জানান। মাটিয়ান গ্রামের কৃষক আফছার আলী, সাইদুর রহমান, আলম মিয়াসহ অনেক কৃষক বলেন, এই এলাকার বিস্তৃর্ণ ফসলী মাঠ দীর্ঘদিন হলো অথই জলে জলাবদ্ধতার কারনে তারা সময় মতো জমি চাষাবাদ করতে পারে না। যে কারনে তারা পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করতে হয়। তাদের দাবীর কারনে কিচক ইউপি চেয়ারম্যান সরকারি খাস প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সুরু খালটি খনন করছেন। স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর জানান, তিনি মাটিয়ান বিস্তৃর্ণ এলাকার সাড়ে ৬‘শ একর তিন ফসলী জমি জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য কৃষকদের সাথে নিয়ে চেয়ারম্যান সাহেবের নিকট দাবী করে খননের ব্যবস্থা করেন। খাল খননের ফলে এই এলাকার কৃষক উপকৃত হবেন বলে তার বিশ্বাস। এ ব্যাপারে কিচক ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরি জানান, তার ইউনিয়নের মাটিয়ান বিস্তৃর্ণ এলাকার প্রায় সাড়ে ৬‘শ একর তিন ফসল উৎপন্ন জমি অতি বৃষ্টি আর পানি নিষ্কাশনের অভাবে এমন জলাবদ্ধতা দেখে জরুরি ভাবে তিনি নিজ উদ্যোগে কেনেল খনন কাজ শুরু করেছেন। আগামী বর্ষা মৌসুমের আগেই তিনি সরকারি বরাদ্দে খালটি খননের আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নিবাহী অফিসার মোছাঃ উম্মে কুলছুম সম্পা জানান, ফসলী জমি মাঠ জলাবদ্ধতার অবস্থা কেউ তার দফতরে জানাননি। এখন অবগত হলাম বিষয়টি সরেজমিনে গিয়ে পরির্দশ পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত