শিবগঞ্জে আ.লীগের প্রয়াত নেতা লিটন শাহ্'র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ১৮:৪৩ |  আপডেট  : ১১ জুন ২০২৪, ০৯:২৮

রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ শিবগঞ্জে আ.লীগের প্রয়াত নেতার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন  শাহ্’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই আয়োজন করে শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘আমরা বন্ধু-৯২’র ব্যাচ।

এ সময় উপস্থিত ছিলেন ওই ব্যাচ’র সভাপতি আনোয়ার ইসলাম লিটন, সদস্য সচিব প্রকৌশলী আব্দুল মান্নান শেখ, যুগ্ম সদস্য সচিব সুবির দত্ত, কোষাধ্যক্ষ উত্তম কুমার মোহন্ত, সদস্য মোমিনুল ইসলাম লিটন, নজরুল ইসলাম, ফজলে রাব্বী, আব্দুর রহিম, ওবায়দুল হক স্বপন, প্রকৌশলী হারুনুর রশিদ, পৌর যুবলীগের সভাপতি আজিজুল হক মিলন,  প্রভাষক জামিদুল ইসলাম, সহ মরহুম লিটন শাহ্’র পরিবারের সদস্যরা।

লিটন শাহ্ ২০২০ সালের ৮ মার্চ মারা যান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত