শিবগঞ্জের মাঝিহট্ট পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার  

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১৪:৪১ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ২২:০৪

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মাঝিহট্ট গ্রামের বালাল পুকুর থেকে লালচান ওরফে লালু (৭৫) এর মৃতদেহ উদ্ধার করছে থানা পুলিশ।   মৃত লালু মাঝিহট্ট  পূর্ব পাড়া গ্রামের লোকমান আকন্দের ছেলে বলে জানা গেছে। 
  
ঘটনাটি ঘটেছে ১৯ এপ্রিল সকালে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ।নিহতর পরিবার সূত্রে জানা গেছে, লালু একজন মানষিক রোগী । সে দীর্ঘদিন যাবৎ মানষিক রোগে ভুগছে।  সে ১৯ এপ্রিল সেহরী খেয়ে বাড়ি থেকে বের হয়। সকাল ৯ টায় মাঝিহট্ট গ্রামের বালালপুকুরে তার লাশ ভেসে  উঠলে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। 
   
নিহতের ভাই আকামদ্দিন, জানান তার ভাই লালু মানষিক রোগী। শেষ রাত থেকে তাকে পাওয়া যায়নি। ইতিপুর্বে  লালু ২/৩ বার পুকুরে ঝাপ দিয়েছিল। এবারও হয়তো পুকুর দেখে ঝাপ দিয়েছে। সাঁতার না জানায়, তার মৃত্যু হয়েছে। 
   
এব্যাপার শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ বলেন, নিহত লালু মানষিক রোগী, তারা চিকিৎসার ব্যবস্থাপত্র দেখে, বিনা ময়না তদন্তে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে নিহত লালু ইতিপূর্বে ২ বার পানিতে ঝাপ দিয়েছিলো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত