শাজাহানপুরে ছাত্রলীগ সভাপতি কর্তৃক ইউপি চেয়ারম্যান লাঞ্চিত
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১১:৫৯ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ২২:২৩
বগুড়ার শাজাহানপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাতে লাঞ্চিত হয়েছেন এক ইউপি চেয়ারম্যান। রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন লাঞ্চনার শিকার হওয়া চেয়ারম্যান। ডায়েরি সুত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু গতকাল রবিবার আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমানকে উপজেলা পরিষদ চত্বরে পেয়ে তার কথা মত ইউনিয়ন পরিষদের সব কার্যাবলি পরিচালনা করতে হবে বলে জানান। ইউপি চেয়ারম্যান এ কথায় রাজি না হলে ছাত্রলীগ সভাপতি ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় ইউপি চেয়ারম্যান এর প্রতিবাদ করলে ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু ক্ষিপ্ত হয়ে তাকে(ইউপি চেয়ারম্যানকে) শারীরিক ভাবে লাঞ্চিত করে বিভিন্ন হুমকি দামকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান বাদী হয়ে শাজাহানপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন। অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু জানান, সরকারি বিভিন্ন প্রকল্প ও বরাদ্দে অনিয়ম দুর্নীতি করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান। উপজেলা পরিষদে তাকে পেয়ে দুর্নীতি কেন করছেন জানতে চেয়েছি মাত্র ? তার দুর্নীতি ঢাকতে তিনি আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। তাকে লাঞ্চনা তো দূরের কথা খারাপ ব্যবহার পর্যন্ত করা হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী সাধারণ ডায়েরি’র সতত্যা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বিগত ইউপি পরিষদ নির্বাচনে আমরুল ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হয়ে অংশ নিয়েছিলেন রাকিবুল ইসলাম রঞ্জু।
আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন তৎকালীন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম বিমান। বিপুল ভোটে বিমান জয়লাভ করে। এর ফলে নৌকা মার্কার প্রার্থী রঞ্জু জামানত হারান। নির্বাচনের মাঠেও বিদ্রোহী প্রার্থী বিমানকে বিভিন্ন হুমকি দামকি দিয়েছিলেন নৌকার প্রার্থী ছাত্রলীগ সভাপতি রঞ্জু।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত