শাজাহানপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

  সজিবুল আলম সজিব

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪২ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৫:১৫

গ্যাস, বিদ্যুৎ,চাল,ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে,গণতন্ত্র পুনরুদ্ধার এবং আওয়ামী সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচি আগামী ১১ ফেব্রুয়ারি ইউনিয়নে পদযাত্রা সফল করতে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪ টায় মাঝিড়াস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎতের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, বিএনপি নেতা মোশারফ মন্ডল, ইদ্রিস আলী সাকিদার, আব্দুল মান্নান, বাদশা আলম, মতিউর রহমান মতি, নুরুল আজাদ, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, নাছির উদ্দিন, মানোয়ার হোসেন, হাফিজার রহমান কাজল, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, এমরান হোসেন, তছলিম উদ্দিন, দেলোয়ার হোসেন, আবুল বাসার, মোশারফ হাসান, শামীম জায়দার, মামুন, সাউদ, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজাদুর রহমান, শ্রমিকদলের সভাপতি আব্দুল সোবাহান পুটু, মহিলাদলের সভানেত্রী কোহিনুর আক্তারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত