শহীদ মিনারের বেদিতে ফুলের পরিবর্তে গোবর দিলো দুর্বৃত্তরা

  নড়াইল প্রতিনিধিঃ

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ |  আপডেট  : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৪

নড়াইলের আবু বক্কার সিদ্দিকী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেউ শ্রদ্ধা জানায়নি। উলটো বেদিতে ফুলের পরিবর্তে গোবর দিয়েছে একদল দুর্বৃত্ত।

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকসী গ্রামে অবস্থিত আবু বক্কার সিদ্দিকী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয় চত্বরে একটি শহীদ মিনার রয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই শহীদ মিনারে কেউ শ্রদ্ধা জানাননি। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও কেউ শহীদ মিনারের বেদিতে ফুল দেননি। উলটো শহীদ মিনারের বেদিতে ফুলের পরিবর্তে গ্রামের একদল দুর্বৃত্ত গোবর দিয়েছে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

বিদ্যালয়ের শহীদ মিনারকে অবমাননার বিষয়ে উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয় সংলগ্ন এলাকার এক বাসিন্দা বলেন, ২১শে ফেব্রুয়ারির দিন স্কুলটি বন্ধ ছিল। কোনো শিক্ষক কিংবা ছাত্রছাত্রী আসেননি। এই সুযোগে কোনো দুষ্ট ছেলেরা হয়ত ওই স্কুলের শহীদ মিনারের ওপর গোবর দেয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মেজবা উদ্দিন বলেন, ‘আমাদের স্কুলে এ ধরনের ঘটনা ঘটেনি। ওইদিন সকাল ছয়টা বা পৌনে সাতটার দিকে আমরা শহীদ মিনারের বেদিতে ফুল দিয়েছি। ভাইরাল ভিডিওটি ভিন্ন কোনো স্কুলের হতে পারে।’

নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সুলতান সাহমুদ বলেন, বিদ্যালয়ের শহীদ মিনারকে অবমাননা করে বেদিতে গোবর দেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে সোমবার ওই বিদ্যালয়ে যাব। সেখানে যদি এ ধরনের ঘটনার সত্যতা পাই, আর কোনো শিক্ষকের গাফিলতি দেখি, তাহলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত