শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধা 

  প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১৮:০২ |  আপডেট  : ১৫ মে ২০২৪, ০৮:২৬

আজ ১০ই নভেম্বর ২০২৩ সকালে ঐতিহাসিক নূর হোসেন দিবসে ১৯৮৭ সালে এই দিনে তৎকালীন স্বৈরশাসক এরশাদের পতনের দাবিতে নিজ জীবন উৎসর্গকারী শহীদ নূর হোসেন স্মরণে (জিরো পয়েন্ট) নূর হোসেন চত্বরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, আনিসুল রহমান লিটন, মহসিন মাসুদ রহমান সোহেল রানা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা মো. ফরিদুর ইসলাম, প্রীতম, দিদারুল ইসলামসহ আরো অনেকে।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, স্বৈরশাসক এরশাদকে উৎখাত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন নিজের জীবন উৎসর্গ করেছিলেন, নূর হোসেন ছাড়াও ডা. মিলন সহ শত শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। স্বৈরশাসক এরশাদের পতন হলেও আজও সাধারণ মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক নুর হোসেন বুকে পিঠে এই স্লোগান লিখে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু তাঁর সেই আশা—আকাক্সক্ষা আজও বাস্তবায়ন হয়নি।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত