শরিকদের আপত্তি থাকলেও স্বতন্ত্র প্রার্থী থাকবে: ওবায়দুল কাদের

  গ্রামনগর বার্তা অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৮ |  আপডেট  : ১৭ মে ২০২৪, ১৭:১০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

শরিকদের আপত্তি থাকলেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের বলা হয়েছে আচরণবিধি মেনে চলতে হবে, বল প্রয়োগ করবে না। প্রতিযোগিতা করতে পারবে। শরিকদের আপত্তি থাকতে পারে। কিন্তু পরিষ্কার বলেছি, স্বতন্ত্র প্রার্থী থাকবে।’

নিরাপত্তার জন্য বিএনপি বড় হুমকি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের অবরোধ মানে অগ্নিসন্ত্রাস। সহিংসতা করে নির্বাচন বানচাল করা যাবে না। তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে, এটা তাদের ভুল ধারণা। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইসিকে নির্বাচনবিরোধী যেকোনো তৎপরতার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে আহ্বান জানাই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সেনাবাহিনীকে সব বিষয়ে বিতর্কিত করার বিরুদ্ধে আওয়ামী লীগ। নির্বাচনে তাদের ভূমিকা লিপিবদ্ধ। টাস্কফোর্স হিসেবে ইসি তাদের দায়িত্ব দেবে। বেশি কিছু বলতে চাই না।’

ওবায়দুল কাদের বলেন, ‘কিছু লোক আছে যারা শঙ্কা, হা–হুতাশ করে, উচ্চতর ডিগ্রি নিয়ে গলা ফাটায়। যা কিছু উন্নয়ন, অর্জন আমাদের। কিছু লোক প্রশংসা করে না। দেশকে ছোট করতে বিদেশিদের কাছে দেশের বদনাম করে।’

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

কাআ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত