এবার বছরের প্রথমদিন নতুন বই হাতে পাচ্ছে না নন্দীগ্রামের শিক্ষার্থীরা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৬ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৫:২০

বিগত বছরগুলোতে ইংরেজি বছরের প্রথমদিন বই উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হলেও এবার বছরের প্রথমদিন নতুন বই হাতে পাচ্ছে না নন্দীগ্রামের শিক্ষার্থীরা। ১ জানুয়ারি থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ। নতুন বইয়ের ঘ্রাণ ও পাঠদান শুরুর অপেক্ষায় আছে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। 

অথচ এখনো উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কোনো বই পৌঁছেনি। তাই এ উপজেলার  শিক্ষার্থীরা ইংরেজি বছরের প্রথমদিন নতুন বই হাতে পাচ্ছে না। 

নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অর্পিতা রায় বলেন, আগের বছরগুলোতে আমরা জানুয়ারির প্রথমদিন প্রায় সব বই পেয়েছি। এবার নতুন বই না পেলে আমার অনেক খারাপ লাগবে।  

এবিষয়ে নন্দীগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম বলেন, আগের বছরগুলোতে ডিসেম্বরে ১০-১৫ তারিখের মধ্যে বিদ্যালয়ে বই পৌঁছে যেতো। এবার এখনো বই পৌঁছেনি। 

নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলাম জানান, এখনো কোনো বই হাতে পাইনি। কতোদিন পর নতুন বই পাওয়া যাবে সেটাও জানা নেই। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান বলেন, এখন পর্যন্ত আমরা বই পাইনি। নতুন বই এলেই সব বিদ্যালয়ে পাঠিয়ে দেয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মাহবুবুল হোসেন বলেন, নতুন বই আজ পর্যন্ত আমরা পাইনি। হয়তো দুই-একদিনের মধ্যেই পাবো। আমরা বই পেলেই স্কুলে স্কুলে পাঠিয়ে দিবো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত