শফি বিক্রমপুরীর বইয়ের প্রকাশনা উৎসব শনিবার

  প্রেস বিজ্ঞপ্তি তারিখ

প্রকাশ: ১০ মে ২০২৩, ১১:৪৯ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ১২:২৭

‘সূচীপত্র’ প্রকাশনার প্রধান নির্বাহী সাঈদ বারী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান -

বিশিষ্ট চলচ্চিত্রকার ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরী রচিত এবং স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান সূচীপত্র প্রকাশিত ‘আমার দেখা ঢাকার পঁচাত্তর বছর’ গ্রন্থের প্রকাশনা উৎসব আগামী ১৩ মে, ২০২৩, শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহু হোসেন চৌধুরী হলে (২য় তলা) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ড. এম. সাখাওয়াত হোসেন (অব.)। সভাপতিত্ব করবেন কবি আল মুজাহিদী।

অতিথি হিসেবে আলোচনায় অংশ নেবেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, নজরুল ইনস্টিটিউটের সাবেক পরিচালক কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক সভাপতি আবদুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাভিশনের হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ও ইসলামী ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইতে অনুরোধ করা যাচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত