লৌহজং প্রেস ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি পালন

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৭ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ০৩:২২

মুন্সীগঞ্জের লৌহজং প্রেস ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃস্পতিবার সকাল ১০ টায় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে উপজেলার প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে ঘোড়দৌড় বাজারে অবস্থিত  দৌলতখান কমপ্লেক্সে প্রেসক্লাবের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মিজানুর রহমান ঝিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল, সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, সমাজসেবী এম শুভ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল, কেক কাটা ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের মাঝে সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত