লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
প্রকাশ: ২ মে ২০২৪, ১৪:৪১ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৪:২৫
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২রা মে) সকাল ১১ টা হতে মুন্সীগঞ্জের দ্বিতীয় ধাপের দুই উপজেলার প্রতীক বরাদ্দ দেন উপজেলা প্রশাসক আবু জাফর রিপন (বিপিএ)। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টঙ্গীবাড়ী উপজেলার চেয়ারম্যান পদে যারা নির্বাচন করবেন তাদের কে কি প্রতীক পেলেন তা হলেন, আব্দুল রশিদ শিকদার (কাপ পিরিচ), বি. এম. শোয়েব (দোয়াত-কলম), লাকি মল্লিক (আনারস) প্রতীক পেয়েছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে তোফাজ্জল হোসেন তপন (চশমা), শেখ জামাল (টিউবওয়েল), সলিমুল্লাহ খান সেন্টু (তালা), এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম (হাঁস), শামীম আরা আভা (ফুটবল), তানিয়া আফরোজ (কলস) ও মাকসুদা খানম লাকী (পদ্মফুল) প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের দুই উপজেলায় ২য় ধাপে লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে মঙ্গলবার।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত