লৌহজংয়ে সোশাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন 

  লৌহজং প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২১, ১৬:১৯ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ০৯:১৮

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার চন্দ্রেরবাড়ি বাজারে সোশাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপশাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ভার্চুয়ালি ব্যাংকের উদ্বোধন করেন সোশাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী।

 চন্দ্রেরবাড়ি বাজারের বজলুর রহমান ভবনে ব্যাংকের উপশাখার ম্যানেজার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মনছুর আহমেদ, ব্যাংকের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, বুলবুল ললিত একাডেমির পরিচালক ফজলুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম খান হান্নান, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ফেরদৌস তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার খান, কুমারভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হাওলাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌফিক বুলেট প্রমুখ। 

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে ও অতিথিবৃন্দ ফিতাকেটে ব্যাংকটির উপশাখা উদ্বোধন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত