লৌহজংয়ে মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ সভা
প্রকাশ: ২৯ মে ২০২৩, ১২:৪০ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৫:০০
মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক ব্যক্তির মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। রবিবার বিকাল পাঁচটায় উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের উত্তর পিঙ্গনালী গ্রামে এ সভা হয়। গ্রামের বাসিন্দা ভুক্তভোগী কামাল শেখ তাঁর বাড়িতে এ সভার আয়োজন করেন। ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুন শেখের সভাপতিত্বে সভায় কামাল শেখ সাংবাদিকদের জানান, গত ২৪ মে প্রতিবেশী আলামিন বেপারী লৌহজং প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জায়গা সংক্রান্ত বিষয়ে তাঁর নামে মিথ্যাচার করেছেন, ভুল তথ্য দিয়েছেন। বিচার মেনে আপোষনামায় স্বাক্ষর করে বিরোধপূর্ণ জায়গা বুঝিয়ে দিচ্ছে না। উল্টো আলামিন তাকে মেরে স্ত্রীকে বিধবা করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন কামাল শেখ।
ইউপি সদস্য মামুন শেখ বলেন, বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে অন্তত তিনবার বিবদমান জায়গার বিষয়ে কামাল শেখ ও আলামিনকে নিয়ে সালিশ করেছি। আলামিন প্রতিবার একাধিক উকিল নিয়ে এসেছেন। সর্বশেষ দুই পক্ষের উকিল ও গণ্যমান্য লোকের উপস্থিতিতে আলামিন আপোষনামায় স্বাক্ষর করে। কিন্তু জায়গা না বুঝিয়ে দিয়ে সে গড়িমসি করছে এবং কামালের পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে। সভায় উপস্থিত সাবেক ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ মৃধা বলেন, আমিসহ অনেক গণ্যমান্য লোক বিবদমান জায়গাটি নিয়ে অনেকবার সালিশ করেছি। আলামিন বিচার মানলেও কথা রাখেনি। সে সংবাদ সম্মেলন করে মিথ্যা কথা বলেছেন- যা দুঃখজনক।
সভা শেষে গ্রামবাসী এলাকার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে এবং আলামিনের বিচার চেয়ে স্লোগান দেয়। এ সময় আবদুল হামিদ, শফিকুল ইসলাম বেপারী, মফিজ তালুকদার, আবু কালাম মৃধা, নজরুল ইসলাম মৃধা,পলাশ মৃধা, তুলু শেখ, ফারুক মৃধা, গিয়াসউদ্দিন শেখ বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত