লৌহজংয়ে বেঁদে পল্লীতে জুয়া ও মাদকবিরোধী পুলিশের অভিযান 

  সোহেল রানা

প্রকাশ: ১ আগস্ট ২০২২, ১২:৪৭ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০১:০৪

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দুটি বেঁদে পল্লীতে জুয়া ও মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে উপজেলার গোয়ালীমান্দ্রা ও কনকসার বেঁদে পল্লীতে লৌহজং থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ও জুয়াড়িরা সটকে পড়ে। পরে মাদক বেচাকেনার জন্য দুর্নাম কুড়ানো বেঁদে পল্লীর বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন ওসি। এসময় ওসি তায়াবীর বেঁদেদের উদ্দেশ্যে কোনোভাবে মাদক কেনাবেচা এবং জুয়া খেলা যাবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এসময় তিনি বেঁদে পল্লী ঘুরে দেখেন এবং কয়েকটি জুয়া খেলার স্থান চিহ্নিত করে সেসব ভেঙে ফেলার নির্দেশ দেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত