লৌহজংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশেষ মহড়া
প্রকাশ: ৫ জুন ২০২৩, ১৭:৪৬ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৫:৫৬
ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনায় ভিকটিম উদ্ধার ও পরবর্তী করণীয় বিষয়ক মহড়া করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিনের নেতৃত্বে ১৫ জন সদস্যকে নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক মহড়া প্রদান করা হয়। এতে ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনায় ভিকটিমদের উদ্ধার, দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিতে প্রাথমিক ভাবে এ মহড়া করেন।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন জানান, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবেলার কৌশল প্রদর্শিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুল হক, সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র পাল, বিক্রমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, টিম লিডার কয়েস আহমেদ, ফায়ার ফাইটার আসিক, আতিক, কালামসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত