লৌহজংয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন
প্রকাশ: ১৬ জুন ২০২৩, ১৬:০২ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০১:০৫
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মজীবনীর সম্পর্কে বক্তব্য রাখেন বক্তারা। এরপর দোয়ায় শহীদ জিয়াউর রহমানসহ জিয়া পরিবার ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত হয়। সেই সাথে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ খালেকুজ্জামান বাছারের সভাপতিত্বে ও সদস্য সচিব আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাজাহান খান, সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মো. রাশেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কাওছার ফরাজি , জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ্ কামাল ঢালী, এম শুভ আহমেদ, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশু, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মোড়ল, শাহ আজম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক তানভীর আহমেদ অভি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদার, হলদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হাজী মো. শহিদুল ইসলাম, সিনিয়র সভাপতি শেখ মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আসলাম হোসেন লিটন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. উজ্জ্বল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বেপারী, লৌহজং সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব দেওয়ান জহির আমিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কুদরত খান ইয়েন, সাধারণ সম্পাদক ইলিয়াস সিকদার প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত