লৌহজংয়ে পদ্মায় গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু
প্রকাশ: ১৯ মে ২০২১, ১৫:৫৮ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:১২
লৌহজংয়ের পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই বন্ধু মাহিম বেপারী (২০) ও সিমান্ত (১৮) মৃত্যুর খবর পাওয়া গেছে। জানাযায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার দক্ষিন মর্শদগাঁও গ্রামের সেবুন বেপারীর ছেলে মাহিম বেপারী, টিপু খনকারের ছেলে সিমান্ত ও সালাউদ্দিন মাদবরের ছেলে একান্ত এক সাথে গোসল করতে যায় বাঘের বাড়ি এলাকায় পদ্মা নদীতে।
প্রবল স্রোতের তোরে তিন জন ভেসে গেলে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা একন্তকে উদ্বার করলে ও দুই বন্ধু মাহিম ও সিমান্তকে উদ্বার করতে পারেনি। বেলা আড়াইটায় মাহিম ও সিমান্তের লাশ উদ্বার করা হয় বেজগাঁও মৃধা বাড়ি এলাকায় পদ্মা নদী থেকে তবে একান্তকে লৌহজং সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আশংকাজনক অবস্থায়। একসাথে দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। তাদের বাবা মা ও আত্মীয়-স্বজন বার বার মূর্ছা যাচ্ছেন। তাদের কান্নায় আকাশঁ বাতাস ভারি হয়ে উঠেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত