লৌহজংয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ

  লৌহজং প্রতিনিধি

প্রকাশ: ৬ জুন ২০২৩, ১১:২৭ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ০৩:০৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার গাওদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য ইকবাল শিকদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তিনি পশ্চিম বুড়দিয়া এলাকায় একটি মাটির রাস্তা নির্মাণ করতে গিয়ে অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। 

গতকাল সরজমিনে দেখা যায়, শত বছরের পুরনো কাঁচা রাস্তাটি সংস্কারের দায়িত্ব পান ইউপি সদস্য ইকবাল। ভ্যাকু দিয়ে রাস্তার দুইপাশে থাকা ছোট-বড় অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়। কিছু গাছ গোড়া থেকে না কেটে মাঝামাঝি ভেঙে ফেলা হয়। 

প্রশাসনের অনুমতি ছাড়া কেন গাছ কাটলেন প্রশ্নের জবাবে ইউপি সদস্য ইকবাল শিকদার বলেন, জনস্বার্থে রাস্তা নির্মাণ করছি। তবে গাছ কাটার বিষয়ে সদুত্তর দিতে পারেননি তিনি।অনুমতি ছাড়া সরকারি রাস্তার গাছ কাটা প্রসঙ্গে উপজেলা বন  কর্মকর্তা মো. সেলিম খান বলেন, লোক পাঠিয়ে খোঁজ নিবো। ঘটনা সত্যি হলে ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত