লৌহজংয়ে গুণীজন সম্মাননা প্রদান  

  লৌহজং প্রতিনিধি

প্রকাশ: ১ জানুয়ারি ২০২২, ১৯:৪৫ |  আপডেট  : ১৪ জুন ২০২৪, ০০:২২

লৌহজংয়ে আমার গৌরব ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার বিকেলে লৌহজং সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জন কে এ সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে আমার গৌরব ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা তালুকদারের সভাপতিত্বে ও সাংবাদিক তাজুল ইসলাম রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান, আমার গৌরব ফাউন্ডেশনের সহ সভাপতি রাকিবুল ইসলাম।  

সন্মাননা পেলেন যারা :
মুক্তিযুদ্ধে - বীর মুক্তিযোদ্ধা এড.ঢালী মোয়াজ্জেম হোসেন,মানবিক চিকিৎসক -অধ্যাপক ডাক্তার আবু ইউসুফ ফকির, রত্নগর্ভা মা - পেয়ারা বেগম, কর্মজীবী নারী - বেগম রওশন আরা, আদর্শ শিক্ষক - অধ্যাপক মো. শাহজাহান মিয়া, বরেণ্য সাংবাদিক - অলক কুমার মিত্র, লোক শিল্পী ও গীতিকার - মো. আলম দেওয়ান, মানবতার সেবক - মো. মর্তুজা খান ও তার টীম, সমাজ সেবক - বি এম শোয়েব, ক্রীড়া সংগঠক - মো. আনিসুর রহমান, সফল কৃষক - মোঃ তৈয়ব আলী মাদবর।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত