লৌহজংয়ের পয়শা ঈদগাহ কবরস্থানের উন্নয়ন কাজের উদ্বোধন

  ফৌজি হাসান খান রিকু লৌহজং প্রতিনিধি

প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১৮:৩২ |  আপডেট  : ১৬ মে ২০২৪, ১৫:৫৩

লৌহজংয়ের বৌলতলী ইউনিয়নে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের অর্থায়নে ১৩ লাখ টাকা ব্যয়ে পয়শা ঈদগাহ কবরস্থানের উন্নয়ন মূলক ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে এ ঢালাই কাজের উদ্বোধন করেন ২য় বারের মতো নবনির্বাচিত বৌলতলী ইউপি  চেয়ারম্যান হাজী আব্দুল মালেক শিকদার। 

ভার্চুয়াল ভাবে উদ্বোধন কাজে অংশগ্রহণ করেন পয়শা ঈদগাহ কবরস্থান কমিটির সভাপতি আবুল কালাম আজাদ (নূরু ভাই) ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের ইঞ্জিনিয়ার আবুল বাশার, আঃ রহিম শেখ, আবুল হাসেম দেওয়ান, আবুল দেওয়ান, আনোয়ার হোসেন খান,বিল্লাল হোসেন বেপারী, মো. জাফর রাজ,মো. মাহতাব সরদার সাংবাদিক তাজুল ইসলাম রাকিব প্রমূখ। 

বৌলতলী ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মালেক শিকদার দৈনিক মুন্সীগঞ্জের খবর কে জানান লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদারের সহযোগিতায় মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান  মোঃ মহিউদ্দিন আহমেদ সাহেব ১৩ লাখ টাকা বরাদ্দ প্রদান করেন। মহিউদ্দিন আহমেদ পর্যায়ক্রমে আরোও বরাদ্দ প্রদান করবেন বলে আশ্বাস দিয়েছেন। চেয়ারম্যান সাহেব ধন্যবাদ জ্ঞাপন করে বলেন নূরু ভাই, রশিদ শিকদার, আনোয়ার মোল্লা,খলিল শিকদার, হারুন মোড়ল, আনোয়ার হোসেন খান,এম. আহমেদ বেপারী সহ এ কমিটির মাধ্যমে বিগত দিনে প্রায় আড়াই- তিন কোটি টাকার কাজ করা হয়েছে। বাকি কাজ করতে আরো ১ থেকে দেড় কোটি টাকার প্রয়োজন। বাকি কাজ সম্পন্ন করতে এলাকার ধনাঢ্য ব্যক্তিদের আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত