লাইসেন্সবিহীন ইট ভাটাকে লাখ টাকা জরিমানা
প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১০:৪০ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০০:৫৪
বাগেরহাটের ফকিরহাটে লাইসেন্স ছাড়াই ইট ভাটা পরিচালনার অপরাধে হাসান ব্রিক্স নামে এক ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বিকেলে উপজেলার কামটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ইটভাটার ব্যবস্থাপক মো. রুবেল শেখকে এ জরিমানা করা হয়। জেলা শ্রশাসনের সহকারী কমিশনার (এসি) রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে তাকে এই অর্থদণ্ড দেন। সেই সঙ্গে শ্রতিষ্ঠানটিকে সতর্ক করে অতিদ্রুত নিয়ম মেনে ইটভাটা পরিচালনার নির্দেশ দেন তিনি।
এসি রুবাইয়া বিনতে কাশেম বলেন, জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া ইট শ্রস্তুত ও ইটভাটা পরিচালনার অপরাধের হাসান ব্রিক্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদেরকে সতর্ক করে অতিদ্রুত নিয়ম মেনে ইটভাটা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ শ্রতিষ্ঠান ও ইটভাটার বিরুদ্ধে জেলা শ্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত