রোজিনার মুক্তি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মেহেরপুরে মানববন্ধন

  অনলাইন ডেস্কইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১৯ মে ২০২১, ১৫:৫৩ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭

প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন, তার নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মেহেরপুরের সর্বস্ততের সাংবাদিকরা। 

আজ সকাল সাড়ে ৯ টার দিকে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলামিন হোসেন, উপদেষ্টা তুহিন আরণ্য, যুগ্ম সম্পাদক মাজেদুল হক মানিকসহ সাংবাদিক নেতৃবৃন্দ। 

এ সময় বক্তারা বলেন, ডিজিটাল রিাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের কন্ঠ রোধ করা হচ্ছে।প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক আবারও সেই কালো ইনের শিকার। শুধু মামলা দিয়েই ক্ষান্ত হয়নি ৬ ঘন্টা আটকে রেখে তাকে নির্যাতন করা হয়ছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। অবিলম্বে রোজিনার মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত