রেলওয়ে কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৩ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ১৭:১৪

২০২০ সালের নিয়োগ বিধিমালা বাতিল, পদোন্নতি ও নির্ধারিত সময়ে বেতন ভাতাদি প্রদান ও বেতন বৃদ্ধির দাবীতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে কর্মচারীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে চত্বরে এই কর্মসুচী পালন করা হয়। দুপুর সাড়ে ১২ টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্টেশন চত্বরের বিভিন্ন প্লাটফর্ম প্রদিক্ষন শেষে ৩নং প্লাটফর্মে এসে সান্তাহার জংশন স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সান্তহার রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক জহুরুল হক, জে টি আই হাবিবুর রহমান, শ্রমিক লীগের নেতা শফিক হোসেন, মিজানুর রহমান বাবু প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত