রেইনট্রি ধর্ষণ মামলার রায়ে নারী জাতিকে অপমান করা হয়েছে: ফখরুল

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ১৮:১৬ |  আপডেট  : ২৫ নভেম্বর ২০২৪, ০২:০৯

রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জন খালাস পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মন্তব্য, ‘আদালতের এই রায়ে নারী জাতিকে অপমান করা হয়েছে।’ শুক্রবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেছেন, ‘আদালতে অপরাধের স্বীকারোক্তি দেওয়ার পরও আসামিদের ছেড়ে দেওয়া হলো। কারণটা কী? কারণ যারা গ্রেফতার হয়েছে তারা খুব ক্ষমতাধর। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আদালতের সিদ্ধান্তে আমি হতাশ ও ক্ষুব্ধ হয়েছি। এ ধরনের রায় আমরা মেনে নিতে পারি না।’

বিএনপি মহাসচিবের অভিযোগ, বিচার ব্যবস্থা দলীয়করণের শিকার। তার দৃষ্টিতে, ‘বাংলাদেশের বিচার ব্যবস্থাকে পুরোপুরি দলীয়করণ করে ফেলা হয়েছে। এসকে সিনহাকে (সাবেক প্রধান বিচারপতি) বন্দুক দেখিয়ে দেশ থেকে বের করে দিলেন। কী কারণে? বিচারকদের অভিসংশনের ব্যাপারে উনি একটা রায় দিয়েছিলেন। সেটা সরকার মেনে নিতে পারেনি।’

যদিও বিভিন্ন দেশে বিশ্ব রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলাকে সাধুবাদ জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমাদের দেশের নেতা বাইরে গিয়ে কথা বললে দুঃখের কিছু নেই। কিন্তু তার দেশে তিনি কী করছেন, তার দেশের মানুষ কেমন আছেন– এসব ভাবার বিষয়।’

দেশের স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়াত জিয়াউর রহমানের অবদানের বিষয়ে আলোচনা অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা-একাংশ)। এতে জাগপার সাধারণ সম্পাদক এসএম শাহাদাতের সঞ্চালনা এবং সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত