রাস্তার ওপর দোকানপাট, পথচারীদের ভোগান্তি

  বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ২০:০৯ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৪০

বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজার সড়কের দুপাশের প্রায় পাঁচ ফুট প্রশস্ত ফুটপাত দোকানীরা অবৈধ ভাবে দখলে নিয়েছে। এমনকি ওই ব্যবসায়ীরা শুধু ফুটপাত দখল করেই বসে থাকেন নি। তাঁরা এখন রাস্তার ওপরও দোকানপাট বসিয়েছেন। তাই প্রতিনিয়ত ফুটপাত দিয়ে পথচারীরা হাঁটতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভূক্তভোগিরা জানিয়েছেন বর্তমানে বাজারের ভিতরের রাস্তা দিয়ে চলাফেরা কঠিন হয়ে পড়েছে।

চিতলমারী বাজারের চশমা-ঘড়ির ব্যাবসায়ী রুহুল আমিন মিঠু বিশ্বাস, চাকুরিজীবি সমির মন্ডল বলেন, আগে বাজারে চলাচলে কোন অসুবিধা হতো না। বর্তমানে সদর বাজারের সওদাগার পট্টি (বেঁদে গলি), সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে, কাপুড়িয়া পট্টি, প্রেসক্লাব মোড়, মাছ বাজার গলিসহ প্রতিটি গলির ফুটপাত দখল হয়ে গেছে। এমনকি ওই ব্যবসায়ীরা শুধু ফুটপাত দখল করেই বসে থাকেন নি। তারা এখন রাস্তার ওপরও দোকানপাট বসিয়েছে। তাই প্রতিনিয়ত ফুটপাত দিয়ে পথচারীদের হাঁটতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

পথচারীরা সুনির্মল মালাকার, টিটব বিশ্বাস অভিযোগ করে বলেন, এমনিতেই রাস্তাগুলো অপ্রশস্ত। আবার ভ্যান, নছিমন আর মোটরসাইকেল রাস্তার ওপরই রাখা থাকে। ফুটপাত দিয়েও হাঁটার উপায় নেই। ফুটপাতগুলো দোকানিরা দখল করে রেখেছেন। চলাচলে দারুণ বিড়ম্বনায় পড়তে হয়। তাই দিনের পর দিন এ অবস্থা চললেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী বলেন, বিষয়টি কেউ আমাদের কাছে বলেননি। এ রকম হয়ে থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহন করব।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত