রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সোহেল রানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১৫:৪৫ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০০:০১

দীর্ঘদিন ধরে অসুস্থ ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক সোহেল রানা। আজ রাতে তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। 

চক্ষু বিশেষজ্ঞ ড. চুয়া ওয়েই হানের তত্ত্বাবধানে সোহেল রানার চোখের চিকিৎসা হবে। সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ১১টায় চিকিৎসকের কাছে যাবেন সোহেল রানা।

এর আগে গত ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে তার চোখের সার্জারি হয়। সেই সার্জারি করে সুস্থতার বদলে উল্টো জটিলতায় পড়েছেন তিনি। আর সে কারণেই তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত