রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীদের মারামারি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ১৩:৪৮ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০০:২৪

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৪নং ওয়ার্ডের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলাম বাবু এবং রুহুল আমিন টুনুর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় চেয়ার ভাঙচুর করা হয়েছে।

বুধবার (২১ জুন) দুপুর ১২টার দিকে ভোট চলাকালে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নিয়েছে।

কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন টুনু অভিযোগ করে বলেন, ‘এই কেন্দ্রটি আমার বাসার পাশে হওয়ায় ভোটার উপস্থিতি ব্যাপক হয়। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু এই ভোট বানচাল করতে দেশি অস্ত্র সজ্জিত হয়ে কেন্দ্রে হামলা চালান। এতে আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন। ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। এই ঘটনায় আতঙ্কিত হয়ে তারা কেন্দ্র থেকে চলে গেছেন। বর্তমানে ওই কেন্দ্রে থমথমে অবস্থা বিরাজ করছে।’

এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবুর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত