রাজশাহী থেকে ফেরার পথে যুবদল সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক আটক
রাজধানীর বিভিন্ন স্থানে চলছে পুলিশের 'ব্লক রেইড'
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২২, ০২:২৪ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮
রাজধানীর গুলশান, তেজগাঁও ও মতিঝিল বিভাগের একাধিক এলাকায় ব্লক রেইড শুরু করেছে পুলিশ। এতে গতকাল শনিবার রাত পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করার তথ্য দিয়েছে পুলিশ।
এর মধ্যে গতকাল রাতে রাজশাহীর গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিনবাজার ব্রিজের সামনে থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে আটক করা হয়। তাঁরা দুজন একই গাড়িতে ছিলেন।
তাদের আটকের সময় ওই এলাকা থেকে আরো কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের তথ্য দেন ওই অভিযানে থাকা এক পুলিশ কর্মকর্তা। এ ছাড়া রাতে মতিঝিল, তেজগাঁও ও গুলশান এলাকা থেকেও আরো কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল রাতে রাজধানীর কয়েকটি এলাকায় ব্লক রেইড করার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনাক্রমে রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড শুরু হয়েছে। এর মধ্যে রাত ৮টার পর গুলশানে অভিযান চালানো হয়। এ ছাড়া মতিঝিল ও তেজগাঁও এলাকায়ও ব্লক রেইড চলছে। গভীর রাত পর্যন্ত এ অভিযান চলবে।
গত ২৯ নভেম্বর পুলিশ সদরদপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশে দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের ১-১৫ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়, ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি আগামী ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। পরিচালিত অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত