রাজধানীতে রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধে অভিযান

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৪ অক্টোবর ২০২১, ১২:৫২ |  আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৮

রাজধানীতে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধের লক্ষ্যে যৌথ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ঢাকা মেট্রপলিটন পুলিশ।  সোমবার (০৪ অক্টোবর ) বেলা ১১ টায় রাজধানীর গুলিস্থানের বঙ্গবন্ধুর স্কয়ারে এ অভিযান শুরু হয়।
 
দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের ১৭তম সভার সিদ্ধান্তের আলোকে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস ঢাকায় চলাচল বন্ধের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে। যৌথ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বিআরটি-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা চৌধুরী।  

অভিযান প্রসঙ্গে তিনি বলেন, বিআরটিএ সড়কে শৃঙ্খলা ফেরাতে  কাজ করে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং বিআরটিএ-এর যৌথ উদ্যোগে রোববার থেকে মাসব্যাপী অভিযান শুরু হয়েছে। এই অভিযান কালে রুট পারমিট বিহিন গাড়িগুলোকে শাস্তির আওতায় আনা হবে। আজকের রুট পারমিট বিহীন একটি গাড়ি পাওয়া গিয়েছে, তার রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করা হয়েছে। এক দিনেই শৃঙ্খলা ফিরিয়ে আনা কিংবা পরিবর্তন সম্ভব নয়, তবে আমরা আশাবাদী।

যৌথ অভিযানকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি ( বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এবং দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রোববার (০২ অক্টোবর) পরিচালিত যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত মোট ৯টি মামলায়   ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত