রাজধানীতে আজও ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১১:১২ | আপডেট : ৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীর বেশ কিছু এলাকার আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে মোহাম্মদপুর, আগারগাঁও, গাবতলী, মিরপুর, ডেমরা ও মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেছেন তারা। এতে করে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। এতে করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা।
এর আগে বুধবারও (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা। এসময় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত