ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তেঁতুলিয়ায় এক নারী আটক

   পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৭:০৯ |  আপডেট  : ২৪ অক্টোবর ২০২৫, ২০:১০

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে এক বাংলাদেশী নারী আটক।বৃহষ্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উর্মি আক্তার রাহেলা (২৮) নামে এক নারীকে আটক করা হয়। তার পিতার নাম মৃত হেলাল উদ্দীন বাড়ি ব্রাম্মনবাড়িয়ার নবীনগর উপজেলার মনিপুর এলাকায়।

তেতুঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায় ওই নারী তেতুঁলিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৪৪২/১ এস এর নিকট বড়বিল্লা চা বাগান এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির টহলরত দল তাকে আটক করে।ওসি মুসা মিয়া জানান, বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। এখন আইনি প্রক্রিয়া চলমান।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত