সিরাজদিখানে জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৯:৪১ |  আপডেট  : ২৪ অক্টোবর ২০২৫, ০০:৫৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এ ভাঙচুর করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী মোঃ শাহজাহান হাওলাদার। তিনি বলেন, অন্তত তিনটি ঘর ভেঙে প্রায় গুঁড়িয়ে দিয়েছে হামলাকারীরা। এ সময় হামলা ঠেকাতে গিয়ে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুর সারে ১২ টায় উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদী গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীরা স্থানীয় প্রভাবশালী ইয়াছিন(৪৫),জাহাঙ্গীর(৪৮),জালাল শেখ(৪০) ও বাবুল শেখ(৩৮) বলে জানা গেছে।থানায় স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চম্মকদী গ্রামে মৃত মেজবা উদ্দিনের ছেলের সাথে মোঃ শাহজাহান হাওরাদারের সাথে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেওে আজ বৃহস্পতিবার ইয়াছিন(৪৫),জাহাঙ্গীর(৪৮),জালাল শেখ(৪০) ও বাবুল শেখ(৩৮)সহ অজ্ঞাত ৪/৫জন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওই পরিবারের বসতঘরে হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা-জানালা, আসবাবপত্র ও ৃ গৃহস্থালির মালামাল ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার সম্পদ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, তারা এ ঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

হামলার বিষয় জানতে অভিযুক্ত ইয়াছিন  ও জাহাঙ্গীরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি তাদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় এলাকাবাসী বলেন, জমি নিয়ে বিরোধের কারণে প্রায়ই উত্তেজনা দেখা দেয়, তাই প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত