কর্তৃপক্ষ নিরব দর্শক

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে নিত্য ঘটছে দুর্ঘটনা

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ২০:১৭ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ২৩:০৯

নিয়মের তোয়াক্কা না করে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অভার লোড ট্রাক, বেপরোয়া গতিতে যানবাহন চলাচল, সংকুচিত রাস্তা, রাস্তার দুইধারে পর্যাপ্ত মাটি না থাকা ও রাস্তা ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হওয়ার কারণে নিত্য ঘটছে দুর্ঘটনা। এসব যেন দেখার কেউ নেই। এসব কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষের প্রানহানি ঘটলেও কর্তপক্ষ নিরব দর্শক। 

সরেজমিনে দেখা গেছে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অত্যন্ত ব্যাস্ততম একটি সড়ক। এ সড়ক দিয়ে রংপুর-কুড়িগ্রাম ও লালমনিরহাট এ ৩ জেলার মানুষের যাতায়ত সহ বুড়িমাড়ি ও বঙ্গ সোনাহাট এ দুই স্থল বন্দরের মালামাল পরিবহন এই রাস্তার উপর দিয়ে হয়। এতো ব্যাস্ততম মহা সড়কে সড়ক আইন মানার কোন বালাই নাই, দুই মাসে আগে রাস্তা সংস্কার করা হলেও অভার লোডের কারণে সেই রাস্তায় ইতোমধ্যে ফাটল দেখা দিয়েছে। সেই সাথে রাস্তা ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় বেপরোয়া গতিতে ভারি যানবাহন চলাচল করায় প্রায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত একমাসে দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুসহ পংগু হয়েছেন বেশ কয়েক জন মানুষ। কাউনিয়া বালিকা বিদ্যালয় মোড়ে প্রায়দিন ট্রাফিক বসলেও তারা শুধু মটর সাইকেল আটক করে জরিমানা আদায় ছাড়া তেমন কোন দায়িত্ব পালন করেনা, রাস্তার শৃংখলা বজায় রাখার কোন কাজই তারা করেন না। 

কাউনিয়া বালিকা বিদ্যালয় মোড়টিতে ৬ রাস্তার সংযোগ স্থল হওয়ায় যানজট নিত্যদিন লেগে থাকে তার উপর যখন সার্জেন্ট বসে মটর সাইকেল আটক করে তখন যানজট আরও বৃদ্ধি পায়। তাদের চোখের সামন দিয়ে অভার লোডের গাড়ি পার হয়ে গেলেও তারা কিছু বলেন না বা কোন ব্যবস্থা গ্রহন করেন না। বালিকা বিদ্যালয় মোড়ে একজন ট্রাফিক দেয়ার জন্য উপজেলা আইন শৃংখলা মিটিং এ অনেক বার বলার পরও কার্যকরী কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কমাতে ও রাস্তা ভাল রাখতে অভার লোড গাড়ি চলাচল বন্ধ, বেপরোয়া গতিতে গাড়ি চলাচল বন্ধ সহ রাস্তার দুই ধার সমান করে ছোট ছোট গাড়ি গুলোকে সাইড দেয়ার ব্যবস্থা করা প্রয়োজন বলে বিজ্ঞ মহল মনে করছেন। জনসাধারনের জানমালের নিরাপত্তা বিধান করতে সড়ক ও জনপথ বিভাগ ও ট্রাফিক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই আশা করছেন কাউনিয়াবাসী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত