রংপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারপিটে নারীসহ আহত- ৩
প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১৭:৪৮ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১৪:২২
কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে নারীসহ ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ (বকুল তলা) গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলীর পুত্র ছয়পাল হোসেনের ভোগদখলয়ীয় জমি প্রতিবেশি নুর ইসলাম (৩৫), নুরনবী মিয়া (৩৬), দুলাল মিয়া (৩২), রমজান আলী (৩৫), আতাব্বর আলী (৬০), মমিনুর ইসলাম (২৮), সোরত আলী(৭০), নুরনাহার (৫৫) ঘটনার দিন গত শনিবার সন্ধায় দল-বল নিয়ে জমিতে নেমে মাটি কাটতে শুরু করে। এখবর পেয়ে ছয়পালের পুত্র বঁধু জেসমিন আক্তার (২২), শিল্পী বেগম (২০) তার ভাই সামছুল হক (৭০) জমির মাটি কাটতে বাঁধা দিলে তাদের মারপিট করে আহত করে এবং মহিলাদের শ্লীলতাহানির ঘটনা এবং নগদ অর্থ ছিনিয়ে নেয়। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে প্রতিপক্ষের কবল
থেকে রক্ষা করে। পরিবারের লোকজন খবর পেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
এঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ জানান একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত