রংপুরে উচ্ছেদ অভিযানে রক্ষা পেল ১০ একর ফসলি জমি
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫০ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ১৫:০৩
কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দি আইয়ুববাচ্চু পার্কের মোড় এলাকায় কালর্ভাটের মুখ বন্ধ করে বাড়ি করায় প্রায় ১০ একর ফসলি জমির পানি প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয় জমির মালিকদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে ফসলি জমির পানি প্রবাহ নিশ্চিত করে জলাবদ্ধতা দূর করে।
সরেজমিনে সাব্দি গ্রামে গিয়ে দেখাগেছে ফসলি জমির পানি প্রবাহ নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশানার (ভূমি) মনোনিতা দাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন সহ কাউনিয়া থানার একদল পুলিশ। এসময় শতশত মানুষ উচ্ছেদ অভিযান প্রত্যক্ষ করে। জমির ফসল রক্ষায় পানি প্রবাহ নিশ্চিত করতে উচ্ছেদ অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে। কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন জানান, সাব্দি গ্রামের মৃত জবের উদ্দিনের পুত্র মোঃ মতিয়ার রহমান কালর্ভাটের মুখ বন্ধ করে বাড়ি তৈরী করায় প্রায় ১০ একর তিন ফসলি জমি দীর্ঘদিন যাবত জলাবদ্ধতায় তলিয়ে থাকে। এতে করে উৎপাদন কমে যাচ্ছিল, এলাকার শাহাজাহান বাদশাসহ স্খানীয় মানুষের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক স্যারের সাথে কথা বলে পানি প্রবাহ সাভাবিক করতে উচ্ছেদ অভিযান করা হয়। সহকারী কমিশানার (ভূমি) মনোনিতা দাস জানান, ২০১১ সালের পানি প্রবাহ নিয়ন্ত্রন আইনের ধারায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর ফলে একদিকে যেমন পানি প্রবাহ সাভাবিক হবে অন্য দিকে কৃষকের জমিতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। নির্বাহী অফিসার মোঃ মিহদুল হক জানান, কাউনিয়ায় বেশ কিছু এলাকায় কালর্ভাটের মুখ বন্ধ করে বাড়ি করায় প্রতিবছর জলাবদ্ধতায় ফসলের ক্ষতি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এক ইঞ্চি জমি ফেলে রাখা যাবে না, সেই নির্দেশ বাস্তবায়নে আজ একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতে ধীরে ধীরে বাকি জায়গা গুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত