রংপুরের নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা, শিক্ষার্থীদের দূর্ভোগ
প্রকাশ: ১৪ জুন ২০২৩, ১২:৩৫ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৬:২২
কাউনিয়ার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় মাঠে সামান্য বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কাদা পানি মাড়িয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয় মাঠ সংলগ্ন একতা হাটটি সরকারি ভাবে উচু করে নির্মাণ করায় এবং দক্ষিণ ও পশ্চিম দিক দিয়ে উচু পাকা রাস্তা চলে যাওয়ায় বৃষ্টির পানি গড়িয়ে বিদ্যালয় মাঠে জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
দীর্ঘ দিনের শিক্ষার্থীদের দূর্ভোগ লাগবে কেউ এগিয়ে আসছে না। সরেজমিনে মঙ্গলবার বিদ্যালয় গিয়ে দেখা গেছে সকালের এক পসলা সামান্য বৃষ্টিতে বিদ্যালয় মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের কাদা পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে দেখা গেছে। প্রধান শিক্ষক মোঃ রমজান আলী জানান বিদ্যালয়ের মাঠটি নিচু হওয়ায় একতা হাট উচু পাকা রাস্তা সহ চারিদিকের বৃষ্টির পানি গড়িয়ে বিদ্যালয় মাঠে জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। একই মাঠের উত্তর পূর্বে নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় ও পশ্চিম দিকে পল্লীমারী একতা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি স্থাপিত। এ দুই বিদ্যালয়ে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অধ্যয়ন করে। সামান্য বৃষ্টিতে মাঠে কাদা পানি জমে শিক্ষার্থীদের দূর্ভোগের সৃষ্টি হচ্ছে। তিনি পানি নিষ্কাসনের জন্য পরিকল্পিত একটি ড্রেন নির্মাণ ও মাটি দ্বারা বিদ্যালয়ের মাঠ উচু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন কিন্তু কোন ফল হয় নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত