রংপুরের টেপামধুপুর রোডে মূল্যবান গাছ গুলো নষ্ট হয়ে যাচ্ছে

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ৬ জুন ২০২৩, ১৪:৪৬ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১২:৩৪

কাউনিয়া উপজেলার টেপামধুপুর রোডে ঝড়ে পড়া মূল্যবান গাছ গুলো নিলামে না দেয়ায় নষ্ট ও পাচার হলেও কর্তৃপক্ষের নজরে আসছে না। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে।

সরেজমিনে উপজেলা টেপামধুপুর রোডের লালমসজিদ এলাকায় গিয়ে দেখাগেছে দীর্ঘ দিন ধরে হাজার হাজার টাকা মূল্যের বেশ কিছু গাছ ঝড়ে রাস্তার ধারে পরে রয়েছে। ইতোমধ্যে ডাল পালা খোয়া গেছে। এরপরও কর্তৃপক্ষ গাছগুলো সংরক্ষন বা নিলামের ব্যাবস্থা না করায় ধীরে ধীরে গাছ গুলো নষ্ট ও পাচার হয়ে যাচ্ছে। কমতে কমতে এখন ১-২টি গাছের ডুমে দাড়িয়েছে।

এ ব্যাপারে টেপামধুপুর ইউপি চেয়ারম্যান জানান, গাছগুলো জেলা পরিষদেও তাই সে পরিষদে আনে নাই। উপজেলা প্রকৌশলী আসাদুজ্জাম জেমি জানান, বিষয়টি এইমাত্র জানলাম, নির্বাহী অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে। এভাবে সরকারের সম্পদ নষ্ট হলেও যেন কারও কিছু করার নাই। সরকারের সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেয়া প্রয়োজন বলে বিজ্ঞ মহল করছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত